জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোদীর নজরে দাক্ষিণাত্য! রাজ্যসভার মনোনীত সদস্য নির্বাচনেও চমক মোদী সরকারের। দক্ষিণ ভারত থেকে চারজনকে রাজ্যসভায় মনোনয়ন দিল নরেন্দ্র মোদীর সরকার (PM Narendra Modi)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রখ্যাত অ্যাথলেট পিটি উষা (PT Usha), সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা (Ilaiyaraaja), সমাজসেবী বীরেন্দ্র হেগড়ে (Veerendra Heggade) এবং পরিচালক কেভি বিজয়েন্দ্র প্রসাদকে (KV Vijayendra Prasad) রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করল নরেন্দ্র মোদীর সরকার (PM Narendra Modi)। 



সমাজ এবং জনমানসে অসামান্য অবদানের জন্য চারজনকে রাজ্যসভার সাংসদ মনোনীত করল মোদী সরকার। এঁদের মধ্যে দু'জন পদ্মবিভূষণ এবং একজন পদ্মশ্রী সম্মান প্রাপক রয়েছেন।  



এছাড়া মনোনীত চারজনই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের- পিটি উষা (PT Usha) কেরালার, ইলাইয়ারাজা (Ilaiyaraaja) তামিল নাডু, বীরেন্দ্র হেগড়ে (Veerendra Heggade) কর্ণাটক এবং কেভি বিজয়েন্দ্র প্রসাদকে (KV Vijayendra Prasad) অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। মোদী সরকারের এই মনোনয়নও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে রাজনৈতিক মহল।




তাঁদের মতে, জাতীয় কর্মসিমিতির বৈঠকেই 'মিশন সাউথ' নীতি স্পষ্ট করেছিল বিজেপি (BJP)। ২০২৩ সালে কর্ণাটক এবং তেলঙ্গানায় বিধানসভা ভোট এবং ২০২৪ সালে লোকসভার ভোট। তার আগে এই মনোনয়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)