নিজস্ব প্রতিবেদন: কেরলে বন্যাপরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। মৃতের সংখ্যা ইতিমধ্যেই তিনশো ছাড়িয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানিয়েছেন, গত ১০০ বছরে এমন বন্যা পরিস্থিতি দেখেনি কেরল। প্রাণ হারিয়েছেন ৩২৪ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে পিনরাই বিজয়ন লিখেছেন,''গত ১০০ বছরে এমন বন্যা দেখেনি কেরল। ৮০টি বাঁধ খুলে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ৩২৪ জনের। দেড় হাজারটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ২২৩১৩৯ জন''। এর পাশাপাশি আর্থিক সাহায্যের আবেদনও করেছেন পিনরাই বিজয়ন।টুইটারে লিখেছেন, ''কেরলে রাস্তা পুনর্নির্মাণে দীর্ঘ সময় লাগতে চলেছে। আপনার সামান্য সহযোগিতায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরতে পারে''।




সকাল থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শেষকৃত্য নিয়ে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদী। সন্ধেয় প্রধানমন্ত্রী টুইটারে জানান, কেরলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।