নিজস্ব প্রতিবেদন: কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি, বিশ্বকে ভ্যাকসিন দেওয়ার মতো উৎপাদন ও বণ্টন সামর্থ রয়েছে। ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালের দিকে এগিয়ে চলেছে ভারত।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রী এদিন বলেন,''অতিমারীর সময়ে ভারতের ওষুধ শিল্প ১২৫-টিরও বেশি দেশে জরুরি পথ্য পাঠিয়েছে।'' ভারতেও ভ্যাকসিনের ট্রায়াল চলছে, সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন,''আন্তর্জাতিক মহলকে আশ্বাস দিচ্ছি, ভারতের ভ্যাকসিন উৎপাদন ও বণ্টনের ক্ষমতা সম্পূর্ণ মানবতাকে সঙ্কট থেকে উদ্ধার করবে। তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালের দিকে এগিয়ে চলছি আমরা। অন্যান্য দেশে টিকা রাখার জন্য হিমঘর তৈরি ও মজুত বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা করবে ভারত।''



শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ভাষণে নানা ইস্যুতে দিল্লির দিকে আঙুল তোলেন ইমরান খান। কিন্তু পাল্টা পাকিস্তানকে আক্রমণের পথে হাঁটলেনই না নরেন্দ্র মোদী। স্রেফ উপেক্ষা করলেন। এটা নয়াদিল্লি কূটনৈতিক কৌশল বলেই মত ওয়াকিবহাল মহলের।     


আরও পড়ুন-