নিজস্ব প্রতিবেদন: রাস্তায় হাজার হাজার কৃষক। নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তা ফিরিয়ে নেওয়ার ভাবনা নেই সরকারের, তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশবাণীতে মাসিক 'মন কি বাত' শীর্ষক অনুষ্ঠানে মোদী বলেন,''ভারতে কৃষি ও কৃষি সংক্রান্ত কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে কৃষি সংস্কার।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েক বছর ধরে কৃষি সংস্কারের দাবি করে আসছিলেন কৃষকরা, সে কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন,''কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল। সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছিল। এখন তা পূরণ হয়েছে। অনেক আলোচনার পর কৃষি আইনে সংস্কার হয়েছে। অধিকার পেয়েছেন কৃষকরা। নতুন সুযোগ তৈরি হয়েছে। কৃষকদের সমস্যার সমাধান হয়েছে।'' 


নতুন কৃষি আইনের সুবিধার কথা বলতে গিয়ে মহারাষ্ট্রের জনৈক ভুট্টা চাষির উদাহরণ টেনে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,'' মহারাষ্ট্রের কৃষক জিতেন্দ্র ভইয়ের ফসলের দাম ঠিক হয়েছিল ৩ লক্ষ ৩২ হাজার। কিছু টাকা দিয়ে বাকি টাকা ১৫ দিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেতা। তবে মেলেনি। ৪ মাস সেই টাকা পাননি। এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। নতুন কৃষি আইন কাজে দিয়েছে জিতেন্দ্রর। আইনে রয়েছে, ফসল ক্রয়ের সম্পূর্ণ টাকা মেটাতে হবে ৩ দিনের মধ্যে। কৃষকের অভিযোগের এক মাসের মধ্যে তার সমাধান করতে হবে। কয়েকদিনের মধ্যে ভুট্টার পুরো দাম পেয়েছেন জিতেন্দ্র। নতুন আইন তাঁকে সক্ষম করেছে।''


আরও পড়ুন- আরও খারাপ সময় আসছে! ইতিহাসে প্রথমবার ভারতীয় অর্থনীতি আর্থিক মন্দার মুখে