ওয়েব ডেস্ক: বারাণসীর প্রেস্টিজ ফাইটে প্রধানমন্ত্রী। চার দিনে তিনবার। হ্যাটট্রিক নরেন্দ্র মোদীর। আজ ফের বারাণসীতে  নরেন্দ্র মোদীর রোড শো। তাই গ্রামীণ আসন রোহানিয়ায় আজ প্রচার প্রধানমন্ত্রীর। রোহানিয়ার জয়পুর গ্রামটিকেই দত্তকও নিয়েছেন তিনি। তাই এই আসন কোনওরকমেই খোয়াতে চান না তিনি। নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগও জানিয়েছে তারা। বিজেপির দাবি, মোদী রোড শো নয় জন সম্পর্ক যাত্রা করছেন মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দামি হচ্ছে কেবল টিভি, ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে লাগবে বাড়তি টাকা


প্রসঙ্গত, গত কাল দু'-দুটো রোড শো বারাণসীতে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর র্যালি দেখতে রাস্তার দু'পাশে জমায়েত হয়েছিল প্রচুর। কিন্তু এই ভিড় কি ভোট বাক্সেও দেখা যাবে? অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।


আরও পড়ুন  শিকার ধরতে গিয়ে কুয়োয় পড়ল সিংহী