Nupur Sharma Comment Row: `নূপুর শর্মা পয়গম্বর সম্পর্কে কী বলেছেন বন্ধু আব্বাসকে জিজ্ঞাসা করুন`, মোদীকে খোঁচা ওয়েসির
এখানেই থেমে থাকেননি ওসেসি। একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করে তিনি বলেছেন, আপনি যদি ওঁর ঠিকানা বলেন তাহলে আমি ওঁর কাছে যাব।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী ছোটবেলায় তাঁর এক মুসলিম বন্ধু ছিল। নরেন্দ্র মোদীর বাড়িতে থেকে তিনি লেখাপড়া শেষ করেছেন। প্রতি ইদে নরেন্দ্র নরেন্দ্র মোদীর মা হীরবেন তাঁকে স্পেশাল রান্না করে খাওয়াতেন। প্রধানমন্ত্রীর ব্লগের দৌলতে সেই বন্ধুর নাম অনেকেই এখন জেনে গিয়েছেন। প্রধানমন্ত্রীর ছোটবেলার বন্ধু সেই আব্বাসকে টেনে এবার মোদীকে খোঁচা দিলেন আসাদউদ্দিন ওয়েসি।
পয়গম্বর সম্পর্কে নূপুর শর্মার মন্তব্য টেনে এনে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ওয়েসি। মিম প্রধান বলেন, প্রধানমন্ত্রী তাঁর ছোটবেবলার বন্ধু আব্বাসকে জিজ্ঞাসা করা উচিত নূপুর শর্মা পয়গম্বর মহম্মদ সম্পর্কে যা বলেছেন তা আপত্তিকর কিনা।
শনিবার ছিল প্রধানমন্ত্রী মা হীরাবেন মোদীর জন্মদিন। ওই দিনই তিনি তাঁর ব্লগে শৈশবের স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর ছোটবেলার বন্ধু আব্বাসের কথা তুলে ধরেন। আব্বাসের বাবার মৃত্যুর পর মোদীর বাবা তাকে ঘরে এনে তোলেন। হীরাবেনও আব্বাসকে ছেলের মতোই স্নেহ করতেন হলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
এদিকে, ওই ব্লগের পর প্রধানমন্ত্রীর বন্ধু আব্বাসের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলেন ওয়েসি। এনিয়ে এক টুইটে তিনি লেখেন, 'আট বছর পর প্রধানমন্ত্রীর তাঁর বন্ধুর কথা মনে পড়ল। আমরা তো জানতাম না আপনার একজন বন্ধু রয়েছে! প্রধানমন্ত্রী দয়া করে আব্বাসকে একটা ফোন করে আসাদউদ্দিন ওয়েসির বক্তব্য শোনান। আর জেনে নিন আমরা মিথ্যে কিছু বলছি কিনা।'
এখানেই থেমে থাকেননি ওসেসি। একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করে তিনি বলেছেন, 'আপনি যদি ওঁর ঠিকানা বলেন তাহলে আমি ওঁর কাছে যাব। আমি ওঁকে জিজ্ঞাসা করব পয়গম্বর সম্পর্কে নূপুর শর্মা যা বলেছেন তা আপত্তিকর কিনা। আমি মনে করি উনি নিশ্চয় বলবেন নূপুর যা বলেছেন তা রাবিশ।'