Modi-Biden Meet: রাশিয়ার তেল আমদানি নিয়ে বাড়তে চলেছে চাপ! কাল বৈঠকে মোদী-বাইডেন
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে, বিভিন্ন দেশকে পাশে পেতে তাদের কম দামে তেল দিতে চাইছে রাশিয়া
নিজস্ব প্রতিবেদন: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে রাশিয়ার তেল আমদানি নিয়ে মার্কন যুক্তরাষ্ট্রের যে চাপা হুঁশিয়ারি তাকে পাত্তা দেয়নি ভারত। তার মধ্যেই সোমবার জে বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দুদেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা হতে পারে। পাশাপাশি, রাশিয়ার তেল আমদানির বিষয়টিও উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসের তরফে আজ এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট বাইডেন। ওই যুদ্ধে গোটা বিশ্বে খাদ্য সরবারহ ও অন্যান্য পণ্য আদানপ্রদানের উপরে প্রভাব ফেলছে।' রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্টের ওই উদ্বেগই মোদী-বাইডেন আলোচনায় উঠতে পারে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে, বিভিন্ন দেশকে পাশে পেতে তাদের কম দামে তেল দিতে চাইছে রাশিয়া। ভারত এমনিতেই রাশিয়া থেকে তেল আমদানি করে। যুদ্ধের সময় রাশিয়ার ওই নীতিতে ভারত লাভবানই হবে। এনিয়ে মার্কিন হুঁশিয়ারিকে খুব একটা আমল দিতে চাইছে না ভারত। বিষয়টি ভালো চোখে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য বিষয়টি নিয়ে বিস্তারিক কিছু বলা হয়নি। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, 'এই বৈঠকের ফলে দুদেশের সম্পর্ক সুদৃড় হবে।' প্রসঙ্গত, রাজনাথ সিং বর্তমানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই প্রতিরক্ষা সংক্রান্ত কোনও বিষয় নিয়েও দুদেশের নেতার মধ্যে আলোচনা হতে পারে।
আরও পড়ুন-রামনবমীতে ভাটপাড়া থানার সামনে অস্ত্র হাতে মিছিলের অভিযোগ, শাস্তির হুঁশিয়ারি পুলিসের