বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল, তরুণ ও শিক্ষিতদেরই প্রাধান্য মোদীর!
মন্ত্রী করা হতে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনওয়াল, লোক জনশক্তি পার্টির পশুপতি পরস, নারায়ণ রানে ও বরুণ গান্ধীকে
নিজস্ব প্রতিবেদন: বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্ব দেওয়া হতে পারে শিক্ষিত ও তরুণ সাংসদের।
কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামাল দিচ্ছেন বেশ কয়েকজন মন্ত্রী। পাশাপাশি আগামীতে উত্তরপ্রদেশের নির্বাচনকেও মাথার রাখতে হচ্ছে। সেসব কথা মাথায় রেখেই নতুন মন্ত্রিসভা গড়া হবে বলে রাজনৈতিক মহলের খবর।
আরও পড়ুন-ভুয়ো নামে ব্ল্যাকমেল? ক্যারাটে খেলোয়াড়ের মৃত্যুতে আসল অভিযুক্তের খোঁজে পুলিস
সূত্রের খবর, এবার মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে তরুণ সাংসদদের উপরে, পাশাপাশি এমবিএ, পিএইচডি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি রয়েছেন এমন সাংসদদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। বিশেষ নজর দেওয়া হচ্ছে ওবিসি সম্প্রদায়ভূক্তদের মন্ত্রী করার উপরেও।
আগামী বছর ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেকথা মাথায় রেখেই গঠন করা হবে নতুন মন্ত্রিসভা। মন্ত্রী করা হতে পারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনওয়াল, লোক জনশক্তি পার্টির পশুপতি পরস, নারায়ণ রানে ও বরুণ গান্ধীকে।
আরও পড়ুন-কেতাদুরস্ত মদনকে দেখে এগিয়ে গিয়ে দিলীপ বললেন, 'তৃণমূলে একজনই হিরো'
রাজনৈতিক মহলের খবর, মন্ত্রী করা হতে পারে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে। রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে বিদ্রোহকারী পশুপতি পরসকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।
এছাড়াও মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, পঙ্কজ চৌধুরী, রীতা বহুগুনা যোশী, রামশঙ্কর কাঠেরিয়া, লাল্লান সিং ও রাহুল কুশওয়াহাকে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)