সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর মা হীরাবেনের দীপাবলির নাচ
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল সাইটে ভাইরাল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের দীপাবলি পালনের ছবি। শুক্রবার কাশ্মীরে সেনাজওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী। তখনই নিজের বাড়িতে এক কোণে দীপাবলির আনন্দে মেতেছিলেন ৯৭ বছর বয়সী হীরাবেন। উপাচারের পাশাপাশি প্রথাগত গরবা নৃত্যে মেতে ওঠেন তিনি। টুইটারে সেই ছবি পোস্ট করেছেন পদুচেরির উপ-রাজ্যপাল কিরণ বেদী। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরও পড়ুন - ভাইফোঁটার রাতে উল্কাবৃষ্টি, জেনে নিন দেখবেন কী ভাবে
গান্ধীনগরে ছোট ছেলে পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন হীরাবেন। সুযোগ পেলেই মায়ের সঙ্গে দেখা করে আসেন প্রধানমন্ত্রী। গত বছর নোটবাতিলের সময় নিজে ব্যাঙ্কে গিয়ে পুরনো নোট বদলেছিলেন তিনি। তার জেরে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রীকে।