বিশ্বের সবচেয়ে যশস্বী পুরুষের তালিকায় প্রথম দশে মোদী-অমিতাভ
ভারতে অটুট নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। দেশে সবচেয়ে প্রশংসিত পুরুষের তালিকায় শীর্ষে প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সবচেয়ে যশস্বী পুরুষের তালিকায় সেরা দশে ঠাঁই পেলেন দুই ভারতীয়। ইউ গভ নামে একটি সংস্থার সমীক্ষায় বিশ্বের সবচেয়ে প্রশংসিত মহিলাদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় নেই।
ইউ গভের সমীক্ষায় বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষের তালিকায় শীর্ষে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। মহিলাদের মধ্যে শীর্ষে রয়েছেন অ্যাঞ্জোলিনা জোলি। ভারতীয় পুরুষদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নবম স্থানে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ভারতে অবশ্য প্রশংসিত পুরুষের তালিকায় শীর্ষ নরেন্দ্র মোদী।
কোনও ভারতীয় মহিলা প্রথম দশে নেই। একাদশে ঐশ্বর্য রাই ও দ্বাদশ স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ঐশ্বর্য-প্রিয়াঙ্কার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। বিশ্বের ৩৫টি দেশে ৩৫ হাজার মানুষের মতামত নিয়ে তালিকাটি তৈরি করেছে YouGov।
বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষ
বিল গেটস
বারাক ওবামা
জ্যাকি চ্যান
সি জিনপিং
জ্যাক মা
ভ্লাদিমির পুতিন
দলাই লামা
নরেন্দ্র মোদী
অমিতাভ বচ্চন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিশ্বের সবচেয়ে প্রশংসিত মহিলা
অ্যাঞ্জোলিনা জোলি
মিচেল ওবামা
ওপরাহ উইনফ্রি
কুইন এলিজাবেথ
হিলারি ক্লিন্টন
এমা ওয়াটসন
মালালা ইউসুফজাই
অ্যাঙ্গেলা মর্কেল
টেলর সুইফট
ম্যাডোনা
ভারতে সবচেয়ে প্রশংসিত পুরুষের তালিকা
নরেন্দ্র মোদী
মহেন্দ্র সিং ধোনি
বারাক ওবামা
বিল গেটস
অমিতাভ বচ্চন
সচিন তেন্ডুলকর
রlতন টাটা
বিরাট কোহলি
দলাই লামা
অক্ষয় কুমার
ভারতে সবচেয়ে প্রশংসিত মহিলাদের তালিকা
কিরন বেদী
লতা মঙ্গেশকর
পিভি সিন্ধু
দীপিকা পাড়ুকোন
মালালা ইউসুফজাই
সুষমা স্বরাজ
ঐশ্বর্য রাই
প্রিয়াঙ্কা চোপড়া
অ্যাঙ্গেলা মর্কেল
মিশেল ওবামা
আরও পড়ুন- অনশন চলাকালীন ভুরিভোজ, এবার ধরা পড়লেন বিজেপি বিধায়করা