ওয়েব ডেস্ক: নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রিয়েলিটি গেম অ্যাপ, পোকেমন গো নিষিদ্ধ করল গুজরাতের ভড়োদরা বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ। শহরের মিউজিয়ম কর্তৃপক্ষও জারি করেছে একই নিষেধাজ্ঞা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পোকেমন গো। বিশ্বের প্রথম রিয়েলিটি গেম শো অ্যাপ। মাত্র একমাসেই গোটা বিশ্বের তরুণ প্রজন্ম ভাসছে এই হুজুগে। বাসস্ট্যান্ড, পাবলিক লাইব্রেরি, ক্লাস। সর্বত্রই পোকেমন ঘিরে মাতামাতি। স্মার্টফোনের স্ক্রিনে মগ্ন তরুণ, তরুণীর বাহ্যজ্ঞান লোপ পাচ্ছে মুহূর্তেই। তারা ভুলে যাচ্ছে আসপাশের সবকিছু। এই মগ্নতাই ডেগে আনছে বিপদ। তাই বড় বিপর্যয়ের আগেই সতর্ক হল ভড়োদরার সরকারি পরিবহণ সংস্থা।


সিটি বাসস্ট্যান্ডের মতোই পোকেমনে নিষেধাজ্ঞা জারি করেছে ভড়োদরা মিউজিয়ম কর্তৃপক্ষ। পোকেমনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছে দুর্ঘটনার খবর। বিশেষজ্ঞরা বলছেন অবিলম্বে এই মারণ গেমকে নিষিদ্ধ করা উচিত।