ওয়েব ডেস্ক: তৃণমূলের আন্দোলন নিয়ে টেনশনে দিল্লি প্রশাসন। সাউথ অ্যাভিনিউয়ের ডেরেক ওব্রায়েন ও মুকুল রায়ের বাংলো। সকাল থেকেই দুই বাংলোয় বাইরে বাড়তি নিরাপত্তা। স্বাভাবিকের থেকে বেশি সংখ্যায় পুলিস মোতায়েন করা হয়েছে। ইনটেলিজেন্স ব্যুরোর গোয়েন্দারাও সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন।


আরও পড়ুন- শীতের রাজধানীতে কাঁপুনি ধরাতে পারে তৃণমূলের আন্দোলন


গত সপ্তাহে প্রধানমন্ত্রীর বাসভবন ও প্রধানমন্ত্রীর দফতরে পৌছে যায় তৃণমূল সাংসদদের বিক্ষোভ। এই অভিষন্ধি ঘূণাক্ষরেও টের পায়নি ইনটেলিজেন্স ব্যুরো। ৩২ জন বাঙালির সার্জিকাল স্ট্রাইকে দিল্লি ওয়ালাদের মুখ তো পুড়েইছে, উপরমহল থেকেই জুটেছে ধমক। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। সেই ক্ষত এখনও জুড়োয়নি। তারপরও আর খাড়ার ঘা চায় না IB। তাই সকাল থেকেই ঘিরে ফেলা হয়েছে তৃণমূলের দুই নেতার বাংলো।


আরও পড়ুন- আজ আদালতে সুদীপ-রোজভ্যালির আর্থিক লেনদেনের প্রমাণ দেবে CBI