নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় ফের জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে মারা গেলেন এক পুলিশকর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার বিকাল সাড়ে চারটে নাগাদ জঙ্গি হামলায় কেঁপে উঠল দক্ষিণ কাশ্মীর। এদিন পুলওয়ামার রাজপোরা থানায় হামলা চালায় জঙ্গিরা। পুলিসের একটি নাকা চেকিংয়ের সময়ে ওই হামলা চালায় জঙ্গিদের একটি দল।


আচমকা ওই হামলায় প্রাথমিকভাবে বিপ‌র্যন্ত হয়ে পড়ে পুলিস কর্মীরা। জঙ্গিদের গুলিতে আহত হন ২ পুলিস কর্মী। আহত ওই ২ জনকে হাসপাতালে নিয়ে ‌যাওয়া হলেও একজনের মৃত্যু হয়। অন্যজন বিপদমুক্ত। জানিয়েছেন, ডিআইজি এস পি পানি।


বৃহস্পতিবার সোপিয়ানে জঙ্গিদের গুলিতে নিহত হন বিজেপির এক নেতা। বিজেপি ‌যুব মোর্চার ওই নেতা গওহর ভাটকে গলার নলি কেটে খুন করে জঙ্গিরা। তার একদিন পরেই পুলওয়ামায় এই হামলা।


আরও পড়ুন-'ভাগ মুকুল ভাগ' আজ অতীত, সকালে দিলীপকে ফোন মুকুলের