নিজস্ব প্রতিবেদন: গতকালই সিদ্ধান্ত নেওয়া হয় জম্মুর রাজনৈতিক নেতাদের গৃহবন্দি থেকে মুক্ত করার। বৃহস্পতিবার, জম্মু-কাশ্মীরের গভর্নরের উপদেষ্টা ফারুখ খান জানান, উপত্যাকার গৃহবন্দি বা আটক নেতাদেরও মুক্তি দেওয়া হবে। তবে দফায় দফায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অক্টোবরেই পঞ্চায়েত সমিতির নির্বাচন জম্মুতে । কাশ্মীরের তুলনায় জম্মুর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে বলে প্রশাসন তরফে জানানো হয়। আগামী ২৪ অক্টোবর ৩০০টি ব্লক ডেভালপমেন্ট কাউন্সিলের নির্বাচন হবে। ২৬ হাজারের বেশি পঞ্চায়েত সদস্য ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন। একই দিনে গণনা হবে বলে জানা যাচ্ছে।



সূত্রে খবর, কাশ্মীরে বিক্ষিপ্ত ঘটনার জেরে এখনও পুরোপুরি নিরাপত্তা শিথিল করা সম্ভব হয়নি। আটক রয়েছেন ৪০০-র বেশি রাজনৈতিক নেতা। ন্যাশনাল কনফারেন্স নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদ্দুলাকে গৃহবন্দি করা হয়। পাবলিক সেফটি অ্যাক্টে তাঁকে আটক করা হয় বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এছাড়া ওমর আবদ্দুলা, মেহবুবা মুফতি-সহ একাধিক নেতাকে আটক করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এ বার ধীরে ধীরে ওই সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে।


আরও পড়ুন- চার দিনের ভারত সফরে দিল্লি পৌঁছলেন শেখ হাসিনা, ৫ অক্টোবর বৈঠক মোদীর সঙ্গে


অগস্টে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের সময় থেকেই জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০-র বেশি নেতাদের আটক করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়ে মেহবুবার সঙ্গে দেখা করার অনুমতি চান তাঁর মেয়ে সানা ইলতিজা জাভেদ। তিনি অভিযোগ তোলেন, পশুর মতো কাশ্মীরিদের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে।