উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে চলছে ভোট গ্রহণ
উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। ভোট ১১ টি জেলার ৬৭ টি আসনে। আজ ভাগ্য পরীক্ষায় মন্ত্রী আজম খান, ছেলে আবদুল্লা আজম সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। ভোট ১১ টি জেলার ৬৭ টি আসনে। আজ ভাগ্য পরীক্ষায় মন্ত্রী আজম খান, ছেলে আবদুল্লা আজম সহ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
দ্বিতীয় দফার নির্বাচন অখিলেশ যাদবের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ মুসলিম প্রধান এই অংশের মানুষ কাকে ভোট দেবেন, তার ওপরই নির্ভর করছে এই ৬৭ আসনের সার্বিক ফলাফল। হিসেব বলছে, ধর্মীয় নিরিখে যদি ভোট বিভাজিত হয়, তাহলে বিজেপি সুবিধে পেলেও, সপার তুলনায় বহুজন সমাজপার্টির লাভই বেশি।
আরও পড়ুন- ১০৪ উপগ্রহ উত্ ক্ষেপণের মধ্যমে ইতিহাসের রকেটে ইসরো
উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডের সব আসনেই আজ ভোট হচ্ছে। ৬৯টি বিধানসভা আসনে লড়াইটা মূলত দ্বিমুখী। ক্ষমতা ধরে রাখাই চ্যালেঞ্জ কংগ্রেসের কাছে। ৭৫ লক্ষের বেশি ভোটার ৬২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন।