নিজস্ব প্রতিবেদন: গাড়ির বিমা করার ক্ষেত্রে এবার ঝক্কি বাড়ছে। নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবহণ মন্ত্রক ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটিকে জানিয়ে দিয়েছে, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট ছাড়া কোনও গাড়ির বিমা করা ‌যাবে না। এমনকি বিমার পুণঃনবিকরণও করা ‌যাবে না। ফলে গাড়ি চালকদের এবার দৌড়তে হবে পলিউশন সার্টিফিকেট জোগাড়ের পেছনে।


আরও পড়ুন-দেশজুড়ে আজ থেকে ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমও


কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক থেকে একটি চিঠিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে পলিউশন সার্টিফিকেট ছাড়া কোনও বিমা কোম্পানি কোনও গাড়ির বিমা করতে বা রিনিউ করতে পারবে না। পাশাপাশি সব গাড়ির ক্ষেত্রে বাধ্যতামূলভাবে দিতে হবে ফিটনেস সার্টিফিকেট।


আরও পড়ুন-মমতাই পারেন সমাধান করতে, তিস্তা নিয়ে সরব সুষমা


সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নিয়ম অনু‌যায়ী, বর্তমানে কমপক্ষে থার্ডপার্টি ইন্সুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো ‌যায় না। এবার তার সঙ্গে ‌যুক্ত হল পলিউশন সার্টিফিকেট।