ওয়েব ডেস্ক: অনলাইনে পর্নগ্রাফি বন্ধের দাবি আরও জোরালো হল। সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবী অ্যাসোসিয়েশন (SCWLA) দাবি করল দেশে কোনও পর্ন ওয়েবসাইটই ফ্রি-তে দেখা যাওয়া উচিত নয় । একমাত্র মোটা টাকা সরকারকে দেওয়ার পরই অনলাইনে পর্ন দেখা যাবে, এমন ব্যবস্থার দাবি তুললেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এই কথাগুলো শুনলে আর হয়তো কোনও দিন পর্ন দেখবেন না


 সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীদের দাবি, বিনামূল্যে হওয়ায় অনলাইনে পর্ন দেখার প্রবণতা বাড়ছে। টাকা খরচ করে সাইন ইনের পর অনলাইন পর্ন একদিকে যেমন সরকারের রোজগার বাড়বে, অন্যদিকে, তেমন এই বিষয়ে সামাজিক কাজ করা হবে। সামাজিক কাজের মধ্যে রয়েছে পর্নে আসক্ত মানুষদের রিহ্যাবের মাধ্যমে সারিয়ে তোলা। যে রিহ্যাব চালানোর খরচ তোলা হবে অনলাইনে পর্ন দেখা মানুষদের টাকা থেকে।


আরও পড়ুন-ঘুরে আসুন বিশ্বের প্রথম পর্ন বিশ্ববিদ্যালয়ে


সেই সঙ্গে মহিলা আইনজীবীরা পর্ন হাব, এক্স ভিডিওস ডট কম, রেড টিউব ডট কম সহ আটটি জনপ্রিয় পর্ন সাইট অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।