জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিহারের পাটনা রেলস্টেশনের টিভি স্ক্রিনে ফুটে ওঠে পর্ন ভিডিয়ো। হতবাক হয়ে যান স্টেশনে উপস্থিত সব যাত্রীরা। যদিও ভিডিয়ো শুরু হতেই তৎপর হএ অঠেন যাত্রীরা এবং সময় নষ্ট না করেই খবর দেওয়া হয় সরকারী রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এর কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিআরপি পদক্ষেপ নিতে দেরি করায়, তৎক্ষণাৎ এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নামে আরপিএফ। ওই টিভি-র স্ক্রিনে বিজ্ঞাপন চালানোর জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা সংস্থা দত্ত কমিউনিকেশনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। তাদেরকে অবিলম্বে ওই ক্লিপটি বন্ধ করতে বলা হয়। যদিও ততক্ষনে অনেকটা সময় পেরিয়ে যায় এবং স্টেশনে উপস্থিত মহিলা এবং শিশু সহ সকলের সামনেই চলতে থাকে পর্ণ ক্লিপটি।


আরও পড়ুন: Amritpal Singh Arrest: গ্রেফতার খালিস্তানপন্থী অমৃতপাল সিং? আদালতে ভুয়ো এনকাউন্টারের আশঙ্কা প্রকাশ আইনজীবীর


পরে রেলওয়ের আধিকারিকরাও এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং দত্ত কমিউনিকেশনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। সংস্থাটিকে রেলওয়ে কালো তালিকাভুক্ত করেছে এবং তাদেরকে জরিমানাও করা হয়েছে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: চুলের মুঠি টেনে, মেরেধরে যুবতীকে জোরজবরদস্তি গাড়িতে তুলল ২ যুবক! তারপর... ভিডিয়ো ভাইরাল


সূত্র মারফত জানা গিয়েছে, রেলওয়ে স্টেশনে টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপন দেখানোর জন্য এজেন্সিকে যে চুক্তি দেওয়া হয়েছিল তা রেলওয়ের কর্মকর্তারা বাতিল করেছেন।


রেলওয়ে বিভাগ এই বিষয়ে পৃথক তদন্ত করছে বলেও জানা গিয়েছে।


অন্যদিকে, ভিডিয়োটি বিশেষভাবে শুধুমাত্র ১০ নম্বর প্ল্যাটফর্মেই চালানো হয়েছিল। এই বিষয়েও কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)