নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধীর ইফতার পার্টিতে আমন্ত্রণ পাচ্ছেন না প্রণব মুখোপাধ্যায়। ১৩ জুন দিল্লির তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হবে এই হাই প্রোফাইল ইফতার পার্টি। দুই বছর বাদে কংগ্রেসের তরফে আয়োজিত এই ইফতারে ডাক পাচ্ছেন না দীর্ঘ কালের কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরএসএস মঞ্চে উপস্থিত হওয়ার কারণেই প্রণব আমন্ত্রণ পাচ্ছেন না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ৬ জুন নাগপুরে আরএসএস-এর 'তৃতীয় বর্ষ' সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রণব। আনখশির কংগ্রেসি প্রণববাবুর এই আমন্ত্রণ গ্রহণকে কেন্দ্র করে কংগ্রেসের বিভিন্ন মহল থেকে সমালোচনা ধেয়ে আসে। তবে, শেষ পর্যন্ত, ওই মঞ্চে প্রণবের বক্তৃতা শুনে স্বস্তি পায় কংগ্রেস। কিন্তু, তারপরও দীর্ঘ কয়েক দশকের 'ক্রাইসিস ম্যানেজারে'র উপর যে দলের 'রাগ' কমেনি তা এই আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়া থেকেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আরও পড়ুন- 'প্রধানমন্ত্রী হওয়ার লোভে আরএসএস-এর সভায় গিয়েছিলেন প্রণব'


জি নিউজকে এক বিশেষ সূত্র জানাচ্ছে, শুধুই প্রাক্তন রাষ্ট্রপতি নয়, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও আমিন্ত্রণ তালিকা থেকে বাদ গিয়েছেন। পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য ডাক পাচ্ছেন না বলেই খবর। আরও পড়ুন- দু'বছর বাদে ইফতারে মহাদাওয়াত রাহুলের