ওয়েব ডেস্ক: বাবরি মসজিদ ধংসের ঘটনা  প্রধানমন্ত্রী হিসাবে নরসিমা রাওয়ের সবচেয়ে বড় ব্যর্থতা। আত্মজীবনীতে বিস্ফোরক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।  আত্মজীবনীর দ্বিতীয় ভাগ দ্য টারবিউল্যান্ট ইয়ারস-এ প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ১৯৯২ -র ছয়ই ডিসেম্বর তিনি বম্বেতে ছিলেন। জয়রাম রমেশ তাঁকে ফোন করে বাবরি মসজিদ ধংসের খবর দেন। প্রণববাবুর মন্তব্য,সেদিনের ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছিল। তাঁর মতে, অনেকেই  বাবরি মসজিদ ধংসেরজন্য তত্কালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে দায়ী  করেন। প্রণববাবুর মতে, বাবরি মসজিদ ধংস নিঃসন্দেহে প্রধানমন্ত্রী হিসাবে নরসিমা রাওয়ের সবচেয়ে বড় ব্যর্থতা।  পরে একটি ঘরোয়া বৈঠকে ব্যর্থতার জন্য নরসিমা রাওয়ের কড়া সমালোচনাও করেন প্রণব।