নিজস্ব প্রতিবেদন: এবারও বাতিল পুরীর রথযাত্রা। পুজো করতে হবে জগন্নাথের মন্দিরেই। কোনও ভক্তের জমায়েত করা যাবে না। করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য কম হলেও। রথযাত্রায় ছাড় দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরী ছাড়াও  ওড়িশার কোনও জায়গায় রথযাত্রা পালন করা যাবে না বলে নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। আগামী   ১২ জুলাই রথযাত্রা। ওড়িশাকে কেন্দ্র করে গোটা দেশে রথযাত্রা পালিত হয়। রথ দড়ি ধরে টানতে ভিড় করেন  ভক্তরা। তবে এবারও গতবছরের মত রথযাত্রায় না সুপ্রিম কোর্টের। 


আরও পড়ুন:২ বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে বাঁচল তার মা, প্রশংসায় আরপিএফ থেকে সোশ্যাল মিডিয়া


গতবারও বাতিল করা হয়েছিল রথযাত্রা। করোনার দাপটে পর পর দুবছর পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রার চাকা ঘুরলো না। ওড়িশায় বিভিন্ন জায়গায় রথযাত্রা পালনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু  সেই আর্জি খারিজ করে দিন শীর্ষ আদালত।