জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথের জন্য মুম্বইয়ের আজাদ ময়দানে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিনক্ষণ একতরফা ভাবে ঠিক করে ফেলেছে বিজেপি। অথচ মুখ্য়মন্ত্রী কে হবেন তা এখনও ঠিক করে উঠতে পারেনি বিজেপি-শিবসেনা(শিন্ডে) শিবির। এদিকে, জ্বর ও গলায় সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন একনাথ শিন্ডে। ফলে মহারাষ্ট্রের রাজনীতিতে শেষপর্যন্ত কী হতে চলেছে তা নিয়ে জল্পনা বাড়ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চললাম, দূষিত এই বাতাসের জন্য ৪০ শতাংশ ট্যাক্স দেব না, ব্যবসায়ীর মন্তব্যে তোলপাড়


মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৮৮ আসনের মধ্যে ২৩০ আসন পেয়েছে বিজেপি, এনসিপি(অজিত পাওয়ার) ও শিবসেনা(একনাথ শিন্ডে) মহাজোট। এর মধ্যে বেশিরভাগ আসনই দখল করেছে বিজেপি। কিন্তু জোটের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও কোনও ফয়সলা হয়নি। সম্প্রতি দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করে আসেন শিন্ডে। তারপর অবশ্য মুখ্যমন্ত্রী পদ নিয়ে তিনি খামোশ।


এদিকে, বিজেপি সূত্রে খূর, মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফড়নবীসই। শিন্ডে হয়তো উপমুখ্যমন্ত্রী হতে পারেন। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রী হলে ছেড়ে কথা বলার পাত্র নন শিন্ডে। ফলে মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে জোট জটিলতার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। মঙ্গলবার সকালে বিধানভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন জোটের বিধায়করা। সেখানেই তাঁরা তাদের নেতা নির্বাচন করতে পারেন।


দিল্লি থেকে ফিরে একনাথ শিন্ডে ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই মুখ্যমন্ত্রী ঠিক করবেন। পাশাপাশি তিনি আরও বলেছেন সরকার গঠনের পথে তিনি কোনও বাধা হবেন না। যা সিদ্ধান্ত নেওয়ার তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ নেবেন।


মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনার মধ্যেই শিবসেনা নেতা দীপক কেশরকার বলেছেন, একনাথ শিন্ডের নেতৃত্বই নির্বাচনে লড়াই হয়েছিল। আশা করব তাঁর মর্যাদা যেন অক্ষুন্ন থাকে। আমাদের সদস্যরা প্রমাণ করে দিয়েছেন আসল শিবসেনা কে? এখন শিন্ডের মর্যাদা কীভাবে রক্ষা হবে তা দিল্লির বিষয়।


ভোটের ফলাফল ঘোষণার ১০ দিন পরও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে না পারায় বিজেপি জোটকে বিঁধেছেন উদ্ধব ঠাকরে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ভোটে জেতার পরও এতদিন সরকার গঠন করতে পারল বা বিজপি জোট। কারণ তাদের কাছে মহারাষ্ট্রের গুরুত্ব নেই। ওদের অনেক সময় রয়েছে কিন্তু মহারাষ্ট্র নিয়ে ভাবার সময় নেই।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)