ওয়েব ডেস্ক : GST সংশোধনী বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই সঙ্গেই এক দেশে-এক কর ব্যবস্থার পথে আরও এক কদম এগিয়ে গেল ভারত। আর এবার এক প্রকার বিজেপি সরকার তাদের অভিন্ন কর নীতির দিকেই এগিয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এ গ্রামের সব মেয়েই বেশ্যা!


গত মাসেই সংসদের দুই কক্ষে সর্বসম্মতিতে পাশ হয়ে যায় পণ্য পরিষেবা কর বিল। এরপর  বিল কার্যকর হবার জন্য প্রয়োজনীয়  ষোলটি বিধানসভার অনুমতিও মিলে ছিল। এবার রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার পর GST আইনের বিজ্ঞপ্তি জারি হবে। সরকারের টার্গেট আগামী  এপ্রিলেই দেশে এক কর ব্যবস্থা চালু করে দেওয়া।