ওয়েব ডেস্ক: পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিহার, তামিলনাড়ু, অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের রাজ্যপালদের নিয়োগ করা হল। এরইসঙ্গে কেন্দ্র শাসিত অঞ্চল আন্দোমান ও নিকোবর পেল উপ-রাজ্যপাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রপতি ভবন থেক বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, রাষ্ট্রপতি পাঁচ জন রাজ্যপালের নিয়োগে অনুমোদন দিলেন। অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র। বিহারের রাজ্যপাল ছিলেন রামনাথ কোবিন্দ। সেই পদ থেকে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি হন তিনি। তাঁর উত্তরসূরী হলেন সত্যপাল মালিক। প্রায় একবছর বাদে রাজ্যপাল পেল তামিলানাড়ু। সেখানে এলেন বানোয়ারিলাল পুরোহিত। অসমে জগদীশ মুখি ও মেঘালয়ে গঙ্গা প্রসাদ রাজ্যপাল হলেন। 


জগদীশ মুখি ছিলেন আন্দোমান ও নিকোবরের উপ-রাজ্যপাল। তাঁর জায়গায় এলেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার জোশী।


আরও পড়ুন, দশেরার অনুষ্ঠানের মধ্যেই ভেঙে পড়ল বাড়ি, দেখুন ভিডিও