ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে শাসক শিবিরের প্রার্থী কে হবেন? ঠিক করতে বৈঠকে বসল বিজেপি সংসদীয় বোর্ড। রয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। রাইসিনা রেসে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন। হাতে ১০ দিনও সময় নেই। বিরোধীরা জানিয়ে দিয়েছেন, গেরুয়া শিবিরের প্রার্থী কে, তা না জেনে তাঁরা সমর্থনের প্রতিশ্রুতি দেবেন না। ফলে, নরেন্দ্র মোদী-অমিত শাহকে খুব দ্রুত প্রার্থীর নাম ঠিক করে ফেলতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাহাড় পরিস্থিতি নিয়ে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং


যদিও, আজ বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকের পরও কোনও নাম সামনে আনা হবে কিনা তা স্পষ্ট নয়। সূত্রের খবর, দলীয় নেতারা নাম ঠিক করার দায়িত্ব অমিত শাহের হাতে তুলে দিতে পারেন।


আরও পড়ুন  পাহাড়ের আন্দোলনের আঁচ এবার নয়াদিল্লিতে