জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি ভোটে দ্বিতীয় রাউন্ডের গণনায় মার্জিন আরও বাড়ালেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বিপুল ভোট পেলেন তিনি। দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৮০৯ ভোট। যার মূল্য ১ লক্ষ ৫ হাজার ২৯৯ এবং যশবন্ত সিনহা পেয়েছেন ৩২৯ ভোট। যার মূল্য ৪৪ হাজার ২৭৬। মোট ভোট ১১৩৮। যার মোট মূল্য ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৫।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম পর্বের গণনাতেও এগিয়েছিল দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় ৩৩২ ভোটে এগিয়ে ছিলেন এনডিএ-র (NDA) প্রার্থী। সাংসদের ভোট গণনায় এগিয়ে ছিলেন তিনি। ৭২.১৯ শতাংশ ভোট পেয়েছিলেন। মোট সাংসদের ভোট ৭৪৮টি। মোট ভোটের মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। দ্রৌপদী মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ৩ লক্ষ ৭৮ হাজার। যশবন্ত সিনহা ২০৮ জন সাংসদের ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০।



রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। লোকসভা ও রাজ্যসভা উভয়েরই সাংসদ এবং সমস্ত রাজ্যের বিধানসভার বিধায়করা রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক হিসাবে কাজ করেন। ৭৭৬ জন সাংসদ এবং ৪০৩৩ জন নির্বাচিত বিধায়ক নিয়ে মোট ৪৮০৯ জন নির্বাচক নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী ছিলেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)