নিজস্ব প্রতিবেদন: এ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলায় রাষ্ট্রপতি শাসনের জল্পনা উস্কে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের খুন-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন বাংলার বিজেপি নেতারা৷ এই দাবি কতটা সঙ্গত? তখনই অমিত বলেন, 'বিরোধী রাজনৈতিক দল দাবি করতেই পারে। কিন্তু, রাষ্ট্রপতি শাসন কোনও রাজনৈতিক দলের নেতার দাবি মেনে হয় না ৷ ভারতীয় সংবিধান মেনেই একমাত্র রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে ৷ কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে আগে রাজ্যপালের রিপোর্ট দেখতে হবে ৷' তবে, কথাপ্রসঙ্গে অমিত জানান, বাংলায় রাষ্ট্রপতি শাসনের মতো ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে।


রাজ্য সরকারকে নিশানা করে শাহ বলেন, 'বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা ৷ গোটা রাজ্যে পরিস্থিতি সাংঘাতিক খারাপ ৷ তবু আমরা লড়াই থেকে পিছু হটব না এবং ভোটে জয়ী হব৷'


আরও পড়ুন:  কৃষিনীতির প্রতিবাদে দল ছাড়লেন বিজেপির শীর্ষ নেতা!