ওয়েব ডেস্ক: রান্নার গ্যাসের দাম কমল আরও এক প্রস্থ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সারা দেশেই দাম কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের। প্রতি সিলিন্ডারে ১১ টাকা দাম কমল এলপিজির। তবে গ্যাসের দাম কমলেও আরও মহার্ঘ হল বিমান জ্বালানি, এটিএফ।


প্রসঙ্গত, ২০১৩ সালের ১লা জুন থেকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক গৃহস্থের ব্যবহার্য রান্নার গ্যাসে ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকি সরাসরি পৌঁছে যায় গ্রাহকের আধার নম্বর সংবলিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে।


কিন্তু, সাম্প্রতিক এই দাম কমায় খুব একটা উপকৃত হবে না সেইসব পরিবার যারা বর্তমানে ভর্তুকি পেয়ে থাকেন। তবে এই মূল্য হ্রাস দেখে অনেকেই মনে করছেন যে অদূর ভবিষ্যতে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামও কমতে পারে। আবার উল্টো মতামতও রয়েছে যেখানে বলা হচ্ছে, যেহেতু এমনিতেই সরকার সরাসরি ভর্তুকি দিচ্ছেন তাই ভর্তুকিযুক্ত গ্যাসের দাম নাও কমতে পারে। সেক্ষেত্রে সরকার চাইবে নিজের ভর্তুকির বোঝা হাল্কা করতে।


অভিন্ন দেওয়ানি নীতি নিয়ে নাড়াচাড়া শুরু করে দিল কেন্দ্র


তবে এই মূল্য হ্রাসের খবরে, ভবিয্যতে সুখবরের আশা করছে মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ দেশবাসী।