ওয়েব ডেস্ক: পেট্রোল-ডিজেলের খরচ দিন দিন বেড়েই চলেছে। গতকাল রাতে ফের বাড়ল দাম। তা বলে কি গাড়ি চড়বেন না? কিন্তু জানেন কি, একটু সতর্ক হলেই গাড়ি চড়ার খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আসুন দেখে নেওয়া যাক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জ্বালানির খরচ তো আছেই। সঙ্গে রয়েছে মোবিল, গাড়ির মেনটেন্যান্স, ইনসিওরেন্স। দিনদিন গাড়ি চড়ার খরচটা বেড়েই চলেছে। কিন্তু কীভাবে কমাবেন খরচ? তাহলে আজই জ্বালানির খরচের দিকে নজর দিন। জ্বালানির খরচ অনেকটা বাঁচাতে পারলেই কমবে গাড়ি চড়ার খরচ। তার জন্য কী কী করবেন? 


গাড়ির টায়ারের হাওয়া ঠিক রাখুন। হাওয়া কম থাকলে জ্বালানির খরচ বেশি হয়। গাড়ি স্টার্ট দিয়ে অনেকেই গতি বাড়িয়ে দেন। তবে ধীরে ধীরে গতি বাড়ালে ইঞ্জিনের উপর কম চাপ পড়ে। জ্বালানিরও সাশ্রয় হয় যানজটে বার বার গিয়ার দিতে হয় বলে জ্বালানিরও বেশি খরচ হয়। যতটা সম্ভব যানজট এড়িয়ে চলুন গিয়ার বদলান গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে। নীচের গিয়ারে গাড়ি চললে তেল বেশি খরচ হয় এয়ার ফিল্টার সব সময় পরিষ্কার রাখুন। এতে ইঞ্জিনের ওপর চাপ কম পড়ে এবং তেলও কম খরচ হয় পেট্রোলচালিত গাড়ি হলে প্রতি ৫ হাজার কিলোমিটার চালানোর পর গিয়ার ওয়েল বদলে ফেলুন। ডিজেল গাড়ির ক্ষেত্রে এই দূরত্ব ২.৫ হাজার কিলোমিটার গাড়িতে বেশি লোক বসালেই জ্বালানিও বেশি লাগবে। তাই লোক কম বসান দীর্ঘ ক্ষণ সিগনালে দাঁড়াতে হলে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিন। এতে ১৫ শতাংশ কম তেল খরচ হয় এবার বুঝে গেলেন তো, কীভাবে গাড়ি চড়ার খরচ কমাবেন! আজ থেকেই এই পরামর্শগুলি মেনে চলুন। এতে পকেটে কম টান পড়বে। প্রাকৃতিক সম্পদেরও সাশ্রয় হবে।