ওয়েব ডেস্ক : বেশ কিছু পণ্যের GST হার কমল। শনিবার GST পর্ষদের বৈঠকে মোট ৩০টি পণ্যের GST হার কমানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাস্টার্ড পাউডার, ইডলির জন্য ব্যবহৃত চালগুঁড়ো, ধোসা মিশ্রণ, শুকনো তেঁতুল প্রভৃতি খাদ্যদ্রব্য ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এছাড়াও ছাতা, রাবার ব্যান্ড প্রভৃতিরও দাম কমছে। দাম কমছে খাদি দ্রব্যের। GST-র আওতা থেকে বাদ দেওয়া হয়েছে গ্রামীণ শিল্প কমিশনের আওতায় থাকা বিপণিগুলিকে। পাশাপাশি বাদাম, ঝাঁটা, মাটির পুতুল, ধূপকাঠি, শাড়ির ফলস, ফ্যাব্রিক, কম্পিউটার মনিটর, টেবিল ও কিচেনওয়্যার,  মালা প্রভৃতিরও GST কমছে। ফলে দাম কমছে এইসব জিনিসেরই।


১ জুলাই থেকে চালু হয় GST। স্বাধীনতার পর দেশের বৃহত্তম কর সংস্কার গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মোট ৪টি স্তরে ভাগ করা হয় কর কাঠামোকে। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ হারে কর ধার্য করা হবে বলে স্থির হয়।


আরও পড়ুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কি না, নিজেই চেক করুন