ওয়েব ডেস্ক: ৪ অক্টোবর অর্থাত্ আগামীকাল থেকে 'ব্র্যান্ডেড' ও 'আনব্র্যান্ডেড' পেট্রল এবং ডিজেলের ক্ষেত্রে আন্তঃশুল্কের হ্রাস ঘটিয়ে লিটার প্রতি দামে ২ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।


আন্তর্জাতিক খুচরো বাজারে পেট্রল, ডিজেল এবং অশুদ্ধ পেট্রলিয়ামের দাম বাড়ায় এই কর হ্রাসের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে। কর হ্রাসের এই কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে আন্তঃশুল্ক ক্ষেত্রে বছরে ২৬ হাজার কোটি টাকা এবং বর্তমান বছরের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি হবে বলেও জানিয়েছে অরুণ জেটলির মন্ত্রক। তবুও আন্তর্জাতিক বাজারে দাম বাড়া সত্ত্বেও যাতে দেশবাসীর খানিকটা সুরাহা হয় সে জন্যই মোদী সরকারের এমন সিদ্ধান্ত, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।