ওয়েব ডেস্ক: ৫০ লক্ষ টাকা খরচ করে পূজা-অর্চনা-যজ্ঞ করেও মন্ত্রী হতে পারলেন না তেলঙ্গানার বিধায়ক মশাই। আর তাই পুলিস ডেকে গ্রেফতার করালেন দুই পুরোহিত নরসিমা এবং রাজুকে।


জানা যাচ্ছে, তেলেঙ্গানার ক্ষমতাসীন দলের এই বিধায়ককে তাঁর এক আত্মীয় পরিচয় করিয়ে দেন নরসিমা ও রাজু নামক পুরোহিতদের সঙ্গে। বিধায়ককে বলা হয়, এঁদের পূজার্চনার ফলেই সন্তান লাভ করেছেন ওই আত্মীয় দম্পতি। ফলে, বিশ্বাস জন্মায় বিধায়কেরও। বিধায়ক বলেন, তিনি মন্ত্রী হতে চান। আর তাই সেই স্বপ্নকে দৈব বলে সফল করতেই আয়োজন হয় পূজার্চনার। খরচ বাবদ এই দুই পুরোহিত বিধায়কের থেকে নেয় মোট ৫০ লক্ষ টাকা। যার মধ্যে ১ লক্ষ টাকা শুধু খরচ হয় পূজার সামগ্রী কিনতে। কিন্তুষ শেষ পর্যন্ত এত কিছু করেও মন্ত্রী হয়ে ওঠা হয়নি। আর তাই 'প্রতারিত' বোধ করে ওই বিধায়ক পুলিস ডেকে 'জালিয়াতি'র অপরাধে ধরিয়ে দেয় ওই দুই পুরোহিতকে। (আরও পড়ুন- ধর্ষণের অভিযোগে আটক বাল গঙ্গাধর তিলকের প্রপৌত্র)