জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এলাকা থেকে নিখোঁজ হয়ে যাচ্ছিল একের পর এক কিশোর, কিশোরী, শিশু। শেষপর্যন্ত তার বাড়ি থেকে একাধিক কঙ্কাল বের হতেই পুলিসের  জালে পড়ে যায় নয়ডার বাসিন্দা মনিন্দর সিং পান্ধার ও তার বাড়ির কাজের লোক সুরেন্দ্র কোলি। যে নৃশংসতা ও বিকৃতির প্রমাণ ওইসব শিশু কিশোরদের হত্যাকাণ্ডে পাওয়া গিয়েছিল তা জানতে পের তাজ্জব হয়ে যায় পুলিসও। সেই সুরেন্দ্র কোলির মৃত্যদণ্ড রদ হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টে। তার সঙ্গী ও বাড়ির মালিক মনিন্দর সিং পান্ধারের মৃতদণ্ড রদ হয়ে গেল। কোলিকে ১২টি অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে। পাশাপাশি পান্ধারের বিরুদ্ধে ২ মামলাতেও তার মৃত্যুদণ্ড হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মালদায় নিহত তরুণীর পরিচয় কী? দেহ চিনতে ব্লাউজ-অন্তর্বাসের ট্যাগে নজর পুলিসের!


২০০৫ ও ২০০৬ সালে নিঠারি হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। নয়ডায় নিঠারিতে মনিন্দর সিং পান্ধারের বাড়ির পেছনে পাওয়া যায় একাধিক লাশ। সেই মামলার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। মৃতদের তালিকায় ছিল পিঙ্কি সরকার নামে এক বাঙালি তরুণীও। তাকে যে খুন করা হয়েছে তা স্বীকার করেছিল পান্ধার। পান্ধারের বাড়ির পাশের নালায় তল্লাশি চালাতে উঠে আসে একাধিক কঙ্কাল। সেসবের অধিকাংশ শিশুদের। তদন্তে জানা যায় এলাকার শিশুদের তুলে এনে পান্ধারের বাড়িতে খুন করা হত। কখনও কখনও তাদের সঙ্গে যৌনাচার করা হতো। আরও ভয়ংকর বিষয় হল, ওইসব শিশুদের হত্যা করার পর  তাদের মাংস রান্না করে খেতো সুরেন্দর কোলি। সবেমিলিয়ে পান্ধারের বাড়িতে পাওয়া যায় ১৯টি কঙ্কাল।


সিবিআই ওইসব হত্যাকাণ্ডের তদন্তে নেমে জানতে পারে পান্ধারের বাড়ির পরিচারিকা পিঙ্কিকে খুন করা বাড়ির বাথরুমে। তার পর তাদের দেহাংশ রান্না করে খেয়ে ফেলে। পিঙ্কির জুতো দেখে তা সনাক্ত করে পান্ধার। পাশাপাশি এলাকার বহু শিশুকে অপহরণ করে এনে তাদের খুন করে তাদের দেহাংশ রান্না করে খাওয়ার কথা স্বীকার করেছিল সুরেন্দ্র।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)