ওয়েব ডেস্ক: বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় তিনি বলেন, “সংবিধান রক্ষায় নিজের সেরাটা দিয়েছেন হামিদ আনসারি। জাতীয় রাজনীতিতে তাঁর পরিবার একশো বছর ধরে রয়েছে। ওনার সঙ্গে খুব বেশি সাক্ষাতের সু‌যোগ ঘটেনি। তবে যখনই দেখা হয়েছে, ওনার কাছ অনেক কিছু জানার সু‌যোগ হয়েছে। বিদেশ সফরের আগে ও পরে ওনার সঙ্গে দেখা করেছি। তখন হামিদ আনসারির ভাবনা আমাকে সাহা‌য্য করেছে।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বের সব থেকে সহনশীল দেশ ভারত, হামিদ আনসারির বক্তব্য এভাবেই খণ্ডালেন পরবর্তী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া


বিদায় নেওয়ার আগে হামিদ আনসারি মন্তব্য করেছেন,”দেশের মুসলিমদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।” ‌যে মন্তব্যের পাল্টা পরবর্তী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেছেন,”ভারতের মতো সহনশীল দেশ গোটা বিশ্বে নেই।”


এই প্রসঙ্গে মোদী অবশ্য ঢোকেননি। কিন্তু সুকৌশলে জবাব দিয়েছেন বলে মত অনেকের। প্রধানমন্ত্রী এদিন রাজ্যসভায় বলেন, ”গত ১০ বছর ধরে সংবিধানের মধ্যে থেকে কাজ করেছেন আপনি। মনের ভিতরে থাকলেও কোনও বিষয়ে মন খুলে বলতে পারেননি। কিন্তু আজ থেকে স্বাধীনভাবে আপনি মনের কথা বলতে পারবেন। ‌যে মতাদর্শে আপনি বিশ্বাসী, সেভাবেই চলতে পারবেন।”


আরও পড়ুন- "নিরাপত্তাহীনতায় ভুগছে মুসলিমরা, সঙ্কটে বহুমতের সংস্কৃতিও", উপরাষ্ট্রপতি হিসেবে শেষ সাক্ষাৎকারে আনসারি