BRICS বৈঠকে যোগ দিতে চিন রওনা হলেন নরেন্দ্র মোদী
ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রিসভায় তৃতীয়বারের জন্য রদবদল করা হল। রবিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই সেই রদবদলের অনুষ্ঠান হয়। আর এর ঠিক পরই চিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মোদী। নবম BRICS সম্মেলনে যোগ দেবেন তিনি। ভারত ছাড়াও এই বৈঠকে রয়েছেন চিন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা।
আরও পড়ুন- কালো টাকা উদ্ধারে ভারতকে আরও নিবিড়ভাবে সাহায্যের আশ্বাস সুইত্জারল্যান্ডের
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, বৈঠকে মোদীর প্রধান আলোচ্য বিষয় বিশ্ব সন্ত্রাসবাদ। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদের প্রভাব থাকবে তাঁর স্ক্রিপ্টে। যদিও, চিনের পক্ষ থেকে বলা হয়েছে বৈঠকে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের বিষয়ে কোনও আলোচনা ভালো চোখে দেখা হবে না।
এবারের BRICS বৈঠক বসেছে চিনের সৈকত শহর সিয়ামেন-এ। BRICS ভূক্ত দেশগুলির মধ্যে সম্পর্ক আরও নিবিড় করা থেকে অর্থনৈতিক সহযোগিতা, প্রতিটি বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে।