নিজস্ব প্রতিবেদন: বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশের নেতাদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রহণযোগ্যতার হারের নিরিখে মোদী পিছনে ফেলেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার রাষ্ট্রনেতা জাস্টিন ট্রুডোর মতো তাবড় বিশ্বনেতাদের। আমেরিকান ডেটা ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের প্রকাশিত সাম্প্রতিক গ্লোবাল রেটিং সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৭২ শতাংশ মানুষের কাছে গ্রহণযোগ্যতা নরেন্দ্র মোদী। বিশ্বে আর কোনও রাষ্ট্রনেতার গ্রহণযোগ্যতা এত বেশি নেই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Assembly elections 2022: কোভিড কমতেই শিথিল নির্বাচনী নিয়ম, নয়া বিধি জানাল কমিশন


২০ জানুয়ারি মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের গ্রহণযোগ্যতা নিয়ে এই তথ্য তুলে ধরেছে। সেই তালিকার নিরিখে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ৬৬ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি ৬০ শতাংশ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। 


১৩ জন বিশ্ব নেতার তালিকায় ৪৩ শতাংশ রেটিং নিয়ে ছয় নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনকে অনুসরণ করেছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, ওনার রেটিং ৪৩ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন,অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৪১ শতাংশ রেটিং পেয়েছেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)