নিজস্ব প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। রাজ্যের পরিবর্তে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা সম্পর্কে ব্যাখ্যা দিতেই আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই মনে করা হচ্ছে। বিকেল চারটে নাগাদ অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নমো। সেই সঙ্গে কাশ্মীর নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনাও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর বেজায় চটেছে পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা আংশিক বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ৫ সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে পাকিস্তানের আকাশপথ। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছে পাকিস্তান।


আরও পড়ুন - জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হল দেশের ১৯টি বিমানবন্দরে