ওয়েব ডেস্ক: ডেঙ্গির সংক্রমণ নিয়ে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢঢ়া। গত ২৩শে অগস্ট 'চেস্ট মেডিসিন' বিশেষজ্ঞ অরূপ বসুর অধীনে ভর্তি হন প্রিয়াঙ্কা। হাসপাতাল বোর্ডের চেয়ারম্যান ডিএস রানা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, "প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা জ্বরে ভুগছিলেন, পরবর্তীকালে ডেঙ্গি নিশ্চিত হয়"। কিন্তু, এখন কেমন আছেন প্রিয়াঙ্কা? এই প্রশ্নের উত্তরে রানা জানিয়েছেন যে, তিনি দ্রুত আরোগ্য লাভ করছেন।


উল্লেখ্য, এখনও পর্যন্ত দিল্লিতে ৬৫৭টি ডেঙ্গির খবর নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৩২৫ জন দিল্লির বাসিন্দা এবং বাকি ৩৩২ জন অন্যান্য রাজ্যের। দক্ষিণ দিল্লি পুরসভাতে এখনও ৬৪ জনের ডেঙ্গি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে এবং এখনও পর্যন্ত পাওয়া খবরে এই সংখ্যাটিই সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে নিউদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি), সেখানে ৪২জন আক্রান্ত হয়েছেন। দেখা গেছে, প্রতি বছরই এনডিএমসি এলাকায় ডেঙ্গির সংক্রমণ ঘটে থাকে।