ওয়েব ডেস্ক : ফের বিপাকে ইন্ডিগোর বিমান যাত্রীরা। কলকাতাগামী বিমানে যাত্রী উঠে যাওয়ার পরেও মিলল না উড়ানের অনুমতি। বেলা সাড়ে ১২টা থেকে ভাইজাগ বিমান বন্দরে আটকে রইলেন যাত্রীরা। তাদের ঠায় বসে থাকতে হল বিমানের অন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বোমা নিষ্ক্রিয় করার সঠিক প্রক্রিয়াটি কী? দেখিয়ে দিল চেন্নাই বিমানবন্দর


পাইলটের আট ঘণ্টার বেশি ডিউটি হয়ে যাওয়াতেই এই বিপত্তি। DGCA -র নিয়ম অনুসারে ২৪ ঘণ্টায় আট ঘণ্টার বেশি উড়ান চালাতে পারেন  না পাইলটরা। ফের উড়ানের আগে বারো ঘণ্টা বিশ্রাম প্রয়োজন। এক্ষেত্রে পাইলটদের তা হয়নি। ফলে স্বাভাবিক ভাবেই অনুমতি মেলেনি উড়ানের। এদিকে ভাইজাগের মতো ছোট বিমানবন্দরে অতিরিক্ত পাইলটও ছিল না। যার জেরে সমস্যায় যাত্রীরা।