নিজস্ব প্রতিবেদন: উত্তর ত্রিপুরায় ব্রু আদাবিসীদের পুনর্বাসন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ অব্যহত। বিক্ষোভকারীরা শনিবার ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তাণ্ডব চালায়। পরিস্থিতি আয়ত্বে আনতে পুলিস গুলি চালালে শ্রীকান্ত দাস নামে এক কাঠমিস্ত্রি প্রাণ হারান। রবিবার সংঘর্ষে আহত আরও এক ব্যক্তির মৃত্যু হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জম্মুর সাম্বায় ভারত-পাক সীমান্তে লম্বা সুড়ঙ্গ খুঁজে বের করল বিএসএফ 


শনিবার জনতা-পুলিস সংঘর্ষে আহত হয়েছিলেন বিশ্বজিত দেববর্মা নামে এক দমকল কর্মী। মাথায় আঘাত নিয়ে তাঁকে ভর্তি করা হয় জিবিপি হাসপাতালে। আজ তাঁর মৃত্যু হয়েছে। জানিয়েছেন এলাকার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার।


কেন এই বিক্ষোভ! সম্প্রতি কেন্দ্র সরকার ঘোষণা করেছে মিজোরামের ৩৫,০০০ ব্রু আদিবাসীকে পানিসাগর এলাকায় পুনর্বাসন দেওয়া হবে। তারই প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন এলাকার মানুষজন। শনিবার বিক্ষোভকারীরা আগরতলা থেকে উত্তরে ওই জায়গায় ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। থমকে যায় যান চলাচল। রাস্তা থেকে তাদের সরাতে গেল পুলিস-জনতার খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি আয়ত্বে আনতে পুলিস গুলি চালালে শ্রীকান্ত দাস নামে এক যুবকের মৃত্যু হয়।


আরও পড়ুন-বুকে লাথি, মাটিতে ফেলে মার! মধ্যরাতে পেট্রোল পাম্পে বাইক বাহিনীর তাণ্ডব, দেখুন CCTV ফুটেজ


উল্লেখ্য, আদিবাসীদের পুনর্বাসনের প্রতিবাদে সোমবার থেকেই পানিসাগর এলাকা বিভিন্ন সরকারি ভবন ও বাজারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রী, মহিলা-সহ এলাকার লোকজন। এর মধ্যে গত মঙ্গলবার ওই এলাকায় আদিবাসীরা ২৬ অ-আদিবাসী ঘরে হমালা চালায় বলে অভিয়োগ। তাতেই এলাকার মানুষের ক্ষোভ চরমে ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে এলাকা থেকে বহু লোক অন্যত্র সরে যান।


১৯৯৭ সালে ত্রিপুরায় আদিবাসী ও অ-আদিবাসীদের মধ্যে সংঘর্ষে বহু ব্রু আদিবাসী মিজোরামে পালিয়ে যায়। মোদী সরকার ক্ষমতায় আসার পর তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। তাতেই শুরু হয়েছে গন্ডগোল।