সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির বিরোধিতায় তৃণমূলের ধরনা, দিল্লি যাবেন `দিদি`
ওয়েব ডেস্ক: রোজ ভ্যালি কাণ্ডের তদন্তে অসহযোগিতার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে অল আউট অ্যাটাকে তৃণমূল। আজ থেকেই দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকালই দিল্লি উড়ে যান তৃণমূলের সব সাংসদ। দুপুর আড়াইটেয় রাজধানীতে পার্লামেন্টারি পার্টি অফিসে ধরনায় বসছেন তাঁরা। এছাড়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির বিরোধিতায় জেলায় জেলায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে দলের। থাকবেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-মন্ত্রীরা। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতিকে হাতিয়ার করে, ১০ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যাচ্ছেন দিল্লি। আগামী দিনে দিদি ভার্সেস মোদীর লড়াই কোনদিকে গড়ায়, আপাতত সেদিকে নজর রাজনৈতিক মহলের। আরও পড়ুন- কালো টাকা নিয়ে তৃণমূলকে কটাক্ষ বুদ্ধের, নোট বাতিল নিয়ে বিঁধলেন মোদীকেও