ওয়েব ডেস্ক: চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সম্ভবত বদলাচ্ছে না। EPFO সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.৮%। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ কোটিরও বেশি চাকুরিজীবীর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে EPFO-তে। সুদের হার অপরিবর্তিত রাখলে এবছর  ঘাটতি হবে ৩৮৩ কোটি টাকা। গত বছরের উদ্বৃত্ত ৪০৯ কোটি টাকা দিয়ে অবশ্য অনায়াসেই সেই ঘাটতি পূরণ করা সম্ভব। অর্থমন্ত্রকের কর্তাদের সেই কথা বোঝানোরই চেষ্টা করছেন শ্রম মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘাটতি কমাতে এই বছরের গোড়াতেই প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর ইঙ্গিত দেয় অর্থমন্ত্রক।