নিজস্ব প্রতিবেদন: বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি সঞ্চয় থাকলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টকে (Provident Fund) দু'ভাগে ভাগ করা হবে। এর ফলে কর্মীদের অংশ থেকে কর আদায়ে সুবিধা হবে সরকারের। পিএফ-কে (PF) ব্যবহার করে আয়কর এড়ানোর প্রবণতায় রাশ টানার উদ্যোগ নিল কেন্দ্র।                 
                   
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ 'সেন্ট্রাল বোর্ড অব ডায়রেক্ট ট্যাক্সেস' (Central Board of Direct Taxes) নির্দেশিকা দিয়ে জানিয়েছে, সব কর্মীদের পিএফ অ্যাকাউন্টে থাকবে পৃথক দু'টি অ্যাকাউন্ট- একটা হবে করযোগ্য আর একটা কর-বহির্ভূত। কর বহির্ভূত অ্যাকাউন্টে চলতি বছরের ৩১ মার্চের হিসাব যুক্ত থাকবে। নতুন বিধি ব্যাপারে আয়কর দফতরকে অবহিত করেছে অর্থমন্ত্রক। করযোগ্য সুদের হিসাবরক্ষণের জন্য পৃথক অ্যাকাউন্ট করার সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, ২০২২ সালের ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছরে এই বিধি চালু হবে। বছরে আড়াই লক্ষের বেশি পিএফ-কে অ্যাকাউন্টকে ভাগ করার জন্য আয়কর আইনে নতুন ধারা ৯ডি যোগ করা হয়েছে।    


আরও পড়ুন- Al Qaeda-র 'ইসলামিক ভূখণ্ডে' কাশ্মীর আছে, বাদ চেচনিয়া ও শিনজিয়াং; হাত পাকিস্তানের!


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)