নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার পর দেশবিরোধী টুইট করার অভিযোগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জইশ-এ-মহম্মদ। এমন কাপুরুষোচিত হামলার পর জইশ-ই-মহম্মদের প্রশংসায় টুইট করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওয়াসিম হিলাল। বিশ্ববিদ্যালয়ে অঙ্কে স্নাতকের পড়ুয়া এই কাশ্মীরি বাসিন্দা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ওমর সালিম পীরজাদা জানিয়েছেন, হিলালকে সাসপেন্ড করা হয়েছে। 


ওয়াসিম হিলালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭এ ধারায় অভিযোগ আনা হয়েছে।


হামলার টুইটারে হিলাল লিখেছিলেন, "How's the Jaish? Great Sir. #Kashmir #Pulwama"। পরে সেটি মুছে দেন কাশ্মীরি ছাত্র।  



উরি ছবির 'হাউজ দ্য জোশ' ডায়লগটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক  যোগাযোগ মাধ্যমে। খোদ প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে। ভারতীয় সেনার বীরত্ব দেখাতে এটি ব্যবহার করা হয়েছিল ছবিতে।


আরও পড়ুন- পুলওয়ামা হামলা: আরডিএক্স নয়, সার তৈরির রাসায়নিক ব্যবহার করেছিল জইশ