নিজস্ব প্রতিবেদন: পুনে মেট্রোর জন্য ভারতেই তৈরি হবে অ্যালুমিনিয়ামের হালকা কোচ। আর তার জন্য দুনিয়ার একাধিক কোম্পানিকে পেছনে ফেলে বরাত পেল কলকাতার কোম্পানি টিটাগড় ফায়ারমা। মোট ১০২টি কোচ সরবারহ করবে এই বহুজাতিক কোম্পানিটি। এই প্রথম ভারতেই তৈরি হচ্ছে অ্যালুমিনিয়ামের এই ধরনের হালকা কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে তৈরি ভারতীয় সেনা: সেনাপ্রধান


উল্লেখ্য, রেল ওয়াগন তৈরির ক্ষেত্রে এখন সুনামের সঙ্গেই কাজ করছে কলকাতার কোম্পানি টিটাগড় ওয়াগনস। এর শাখা কোম্পানি হল টিটাগড় ফায়ারমা। কাজ করে ইটালিতে। কোম্পানির ভাইস চেয়ারম্যান ললিত তেজওয়ানি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘পুনে মেট্রোর কোচের নকশা করা, কোচ তৈরি, সরবারহ, পরীক্ষায় দায়িত্ব পেয়েছি আমার।’ টিটাগড় ফায়ারমা সূত্রে খবর, ৩৪টি ট্রেনের কোচ তৈরির বরাত পেয়েছে কোম্পানি। এর জন্য সময় দেওয়া হয়েছে ১৬০ সপ্তাহ। খরচ হবে ১১০০ কোটি টাকা।



আরও পড়ুন-বাথরুম যাচ্ছি বলে উধাও, আর জি কর হাসপাতালে জানালা গলে পালাল ডাকাতির আসামী


জেনে নিন এই কোচের বৈশিষ্ট


প্রযুক্তিগত ভাবে অন্যান্য কোচের থেকে উন্নত ও হালকা।


এই কোচে ট্রেনের গতি তোলা যাবে ঘণ্টায় ৯৫ কিলোমিটার। থাকছে উন্নত ব্রকিং সিস্টেম।


অ্যালুমিনিয়ামের তৈরি হওয়া কারনে এতে বিদ্যুত্ খরচ অনেকটাই কম। ডিজাইন আরও সুন্দর।


কোচগুলি হবে শীততাপ নিয়ন্ত্রিত ও হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম।


প্রতিটা কামরায় থাকবে সিসিটিভি, ডিজিটাল রুট-স্টেশন ডিসপ্লে।


যাত্রীদের সুবিধার জন্য থাকবে প্যানিক বাটন। যাত্রীরা কথা বলতে পারবেন সরাসরি চালকের সঙ্গে।


প্রতিবন্ধী যাত্রীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।