জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: গত মার্চ মাসে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন। ঠিক চার মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসছেন ভগবৎ মান (Bhagwant Mann)। তাঁর বাগদত্তা গুরপ্রীত কৌর। যিনি পেশায় চিকিৎসক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, বৃহস্পতিবার চণ্ডিগড়ে বসবে বিয়ের আসর। নিটক আত্মীয়রা ছাড়া, বিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আম আদমি পার্টির (AAP) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শোনা যাচ্ছে, মায়ের ইচ্ছাতেই দ্বিতীয়বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ভগবৎ মানের (Bhagwant Mann) মা এবং বোন পাত্রী পছন্দ করেছেন।


আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভগবৎ মান (Bhagwant Mann)। ছ'বছর আগে প্রথম বিয়ে ভেঙে যায়। তাঁর প্রথমপক্ষের স্ত্রী, সন্তানদের নিয়ে আমেরিকায় থাকেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেদিন শপথ নেন, সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমপক্ষের স্ত্রী এবং সন্তানরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)