ওয়েব ডেস্ক : রাজের যুব সম্প্রদায়ের জন্য ৫০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিল সরকার। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ্র সিং মঙ্গলবার ওই ঘোষণা করেন। ‘ঘর ঘর মে নকরি স্কিম’-এর আওতায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ্র সিং ওই ঘোষণা করেছেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরিন্দ্র সিং রাজ্যের জন্য বেশ কিছু নতুন নতুন প্রকল্পের ঘোষণা করেন। গুরুদাসপুর এবং পাঠানকোট জেলার জন্যও বেশ কিছু নয়া প্রকল্পের ঘোষণা করেন অমরিন্দ্র সিং। আর সেখানেই জানান, এবার রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার। পাশাপাশি, রাজ্যের কৃষকরা যাতে আত্মহত্যা না করেন, তাঁদের কাছে সেই আর্জিও জানিয়েছেন অমরিন্দ্র সিং।



গুরুদাসপুরে এবার নতুন করে সেনা স্কুলও তৈরি করা হবে বলে জানিয়েছেন অমরিন্দ্র সিং। গুরুদাসপুর, বাটালা এবং পাঠানকোটে নতুন থানা তৈরি করা হবে বলেও জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তার জন্য ২.৫ কোটি বরাদ্দও করা হয়েছে বলে খবর। ২০ কোটি খরচ করে গুরুদাসপুরে নতুন বাস স্ট্যান্ডও তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।