পঞ্জাবি গায়ককে লক্ষ্য করে গুলি, ফেসবুকে দায় স্বীকার গ্যাংস্টারের
`গল নি কদনি` গানটির পর রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন পরমিশ বর্মা।
নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবি গায়ক পরমিশ বর্মার উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার পঞ্জাবের মোহালিতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঊরুতে গুলি লাগায় অল্পের জন্য বাঁচেন পরমিশ। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। আপাতত পরমিশের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। 'গল নি কদনি' গানটির পর রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন পরমিশ।
পরমিশের উপরে হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার দিলপ্রীত সিং। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। একাধিক খুনের ঘটনায় জড়িত দিলপ্রীত। তাকে খুঁজছে পুলিস।
মোহালির এসপি কুলদীপ সিং চহল জানান, ঘটনাটির তদন্ত করছেন তাঁরা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। দিলপ্রীতের পোস্টটি আসল কিনা, তা তদন্ত করে দেখছে সাইবার সেল।
আরও পড়ুন- মেয়েদের নয়; বাড়ির ছেলেদের প্রশ্ন করুন, সমাজ সংস্কারে সহযোগিতা চাইলেন মোদী