ব্যুরো:ফের কবে পুরি যাচ্ছেন। কিছুদিনের মধ্যে পুরি গেলে, অবশ্যই সমুদ্র সৈকতে  সুদর্শন পট্টনায়েকের শিল্পসৃষ্ঠি দেখে আসবেন। পুরির সৈকতে মার্কিন নির্বাচনের কথা মাথায় রেখে এক অনবদ্য বালির ভাষ্কর্য তৈরি করেছেন সুদর্শন। বালির হোয়াইট হাউস। দুপাশে দুই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বালি শিল্পি সুদর্শন পট্টনায়েকের শিল্পসৃষ্ঠিতে এবার  মার্কিন যুক্তরাষ্ট্রে  নির্বাচন। নভেম্বরের আট তারিখে মার্কিন নির্বাচনের কথা ভেবে পুরির সমুদ্র তটে বালির ভাস্কর্য গড়ে তুলেছেন সুদর্শন। এই প্রথম  মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কোনও মহিলা। হিলারি ক্লিন্টন। বিরুদ্ধে লড়াই করছেন রিপব্লিকান ট্রাম্প। আর সেই লড়াইয়ের ঢেউ যেন এসে পড়েছে পুরীর সৈকতে।



এই ভাস্কর্য তৈরিতে প্রায় পাঁচ টন বালি লেগেছে। মাঝখানে হোয়াইট হাউস-দুপাশে হিলারি ক্লিন্টন ও ট্রাম্পের মূর্তি। পুরীতে সুদর্শন পট্টনায়েকের এই সৃষ্টি দেখতে ভিড় করছেন বহু মানুষ।  সুদর্শন পট্টনায়েক প্রায় পঞ্চাশটির মত আন্তর্জাতিক বালি ভাষ্কর্য প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। জিতেছেন বহু পুরষ্কার। ফের আবার জনসমক্ষে সুদর্শনের বালি শিল্প।