বেঙ্গালুরুতে সাইবাবা আশ্রমে আস্ত পাইথন
আশ্রমের বাইরে থাকা কুকুরগুলি হঠাত্ই চিত্কার করতে শুরু করেছিল। তাদের চিত্কার শুনে আশ্রমের আবাসিকরা বাইরে বেরিয়ে এলেন। প্রথমটায় তাদের চোখে কিছু পড়েনি। অল্প সময় যেতেই কুকুরগুলির চিত্কারের উত্স খুঁজতে গিয়েই দেখতে পান সেই ভয়ঙ্কর দৃশ্য। একটি আস্ত পাইথন আশ্রমের সামনে শুয়ে রয়েছে। প্রথমটায় অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন বেঙ্গালুরুর সত্য সাই বাবা আশ্রমের আবাসিকরা। তারপর অবশ্য উদ্ধার করে পাইথনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
ওয়েব ডেস্ক : আশ্রমের বাইরে থাকা কুকুরগুলি হঠাত্ই চিত্কার করতে শুরু করেছিল। তাদের চিত্কার শুনে আশ্রমের আবাসিকরা বাইরে বেরিয়ে এলেন। প্রথমটায় তাদের চোখে কিছু পড়েনি। অল্প সময় যেতেই কুকুরগুলির চিত্কারের উত্স খুঁজতে গিয়েই দেখতে পান সেই ভয়ঙ্কর দৃশ্য। একটি আস্ত পাইথন আশ্রমের সামনে শুয়ে রয়েছে। প্রথমটায় অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন বেঙ্গালুরুর সত্য সাই বাবা আশ্রমের আবাসিকরা। তারপর অবশ্য উদ্ধার করে পাইথনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
আবাসিকদের মত পাইথনটি সম্ভবত আশপাশের এলাকা থেকেই এসেছে। তাঁদের বক্তব্য, প্রাণীটি কোনও ভাবে ট্রেনে উঠে পড়ে ইঁদুরের খোঁজে। এরপরই ট্রেনটি ওই এলাকায় থামায় সেখান থেকে নেমে পড়ে সাপটি। প্রায় সাড়ে ৮ ফিট লম্বা পাইথমটির ওজন ৮ কিলোগ্রাম বলে বনদফতর সূত্রে জানা গেছে।